রংপুরে এতিম মেয়ের বিয়ের ব্যয়ভার বহন করল,রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ 152 0
রংপুরে এতিম মেয়ের বিয়ের ব্যয়ভার বহন করল,রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ
রবিন চৌধুরী রাসেল রংপুর থেকে :
রংপুর নগরীর খামার পাড়া এলাকার মৃত শংকর মহন্ত এর মেয়ে সুমি মোহন্ত এর বিয়ের ব্যয় ভার বহন করল রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় নগদ অর্থ ও উপহার সামগ্রী এতিম কন্যার মা সাবিত্রী রানির হাতে তুলে দেয় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ সরকার, সহ-সভাপতি কে আই মন্ট্রিল, ইসাহাক মিয়া আইনুল, সাবেক ছাত্রনেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রবিন, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা সুইটি,সদস্য তানভির আহমেদ তমাল,রিয়াজ আহমেদ প্রমুখ।
এ সময়ে সাবেক ছাত্রনেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রবিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক বাবু ধনজিৎ ঘোষ তাপস বরাবরই সমাজসেবা মূলক কাজ করে আসছেন। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। সমাজের প্রয়োজনে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ বরাবরই লাগামহীন ভাবে ছুটছে। আমাদের প্রেরণা একমাত্র কেন্দ্রবিন্দু আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়। আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন। অনুসন্ধানে জানা যায় এক মাস পূর্বে সুজন ঘোষ এর সাথে সুমি রানীর মহন্তর বিয়ে হয়। অর্থ অভাবে এতিম মেয়ের বিদায়ী সংবর্ধনা দিতে পারছিলেন না মেয়ের মা সাবিত্রী রানী রায়।
রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দৃষ্টিগোচর হওয়া মাত্র রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ মেয়ের মায়ের হাতে নগদ অর্থ ও কিছু উপহার সামগ্রী তুলে দেয় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।